একসঙ্গে হাততালি দিতে এসে ভিড় জমালেন যেসব নাগরিকরা, তাঁদের জন্য 'স্লো ক্ল্যাপ'!


Odd বাংলা ডেস্ক: যখন বিশ্বের অধিকাংশ মানুষের কার্যত গৃহবন্দী অবস্থায় দিন গুজরান হচ্ছে, তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ মার্চ সারা দেশবাসীকে জনতা কার্ফুতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন। আর তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে সারা দেশবাসী এদিন পালন করলেন জনতা কার্ফু। 

পাশাপাশি তিনি সকল দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে এবং নিজেদের গৃহবন্দি করে রাখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিকেল পাঁচটায় তিনি দেশবাসীকে, ঘণ্টা, থালা বাজিয়ে এবং হাততালি দিয়ে তাঁদের সম্মান জানাতে বলেছিলেন যাঁরা এই সংকটের মাঝেও নিরন্তর পরিশ্রম করে চলেছেন। সকলে যে যার বাড়ির ব্যাল কনি থেকে পালনও করলেন সেই অভিবাদন পর্ব। 

কিন্তু একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কম করে প্রায় ২০-৩০ জন মানুষ একসঙ্গে জমায়েত করে কাসর ঘণ্টা বাজলেন এবং হাততালিও দিলেন। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের নিন্দার ঝড় উঠেছে। যে উদ্দেশে এই কাজ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী আদতে তো সেই উদ্দেশ্যই ব্যর্থ হল। একসঙ্গে এত মানুষের জমায়েত করোনা ভয়কে যেন আরও খানিকটা উস্কে দিল!

দেখুন সেই ভিডিও-

এই ভিডিও ঘিরেই উঠেছে নিন্দার ঝড়-
Blogger দ্বারা পরিচালিত.