একসঙ্গে হাততালি দিতে এসে ভিড় জমালেন যেসব নাগরিকরা, তাঁদের জন্য 'স্লো ক্ল্যাপ'!
Odd বাংলা ডেস্ক: যখন বিশ্বের অধিকাংশ মানুষের কার্যত গৃহবন্দী অবস্থায় দিন গুজরান হচ্ছে, তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ মার্চ সারা দেশবাসীকে জনতা কার্ফুতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন। আর তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে সারা দেশবাসী এদিন পালন করলেন জনতা কার্ফু।
Here we go! 5pm. #JantaCurfew pic.twitter.com/pqnJMP2woO— Pankaj Ahuja (@panku_) March 22, 2020
পাশাপাশি তিনি সকল দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে এবং নিজেদের গৃহবন্দি করে রাখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিকেল পাঁচটায় তিনি দেশবাসীকে, ঘণ্টা, থালা বাজিয়ে এবং হাততালি দিয়ে তাঁদের সম্মান জানাতে বলেছিলেন যাঁরা এই সংকটের মাঝেও নিরন্তর পরিশ্রম করে চলেছেন। সকলে যে যার বাড়ির ব্যাল কনি থেকে পালনও করলেন সেই অভিবাদন পর্ব।
কিন্তু একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কম করে প্রায় ২০-৩০ জন মানুষ একসঙ্গে জমায়েত করে কাসর ঘণ্টা বাজলেন এবং হাততালিও দিলেন। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের নিন্দার ঝড় উঠেছে। যে উদ্দেশে এই কাজ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী আদতে তো সেই উদ্দেশ্যই ব্যর্থ হল। একসঙ্গে এত মানুষের জমায়েত করোনা ভয়কে যেন আরও খানিকটা উস্কে দিল!
Thread— Tabeenah Anjum (@TabeenahAnjum) March 22, 2020
Visuals from #Rajasthan
Men, women , children come out on streets of Jaipur to support unsung heroes of our society
In the backdrop of iconic hawa mahal chant slogans #CoronaBhagao #ThaliBajao #JantaCurfew #JantaCurfewChallenge#Covid_19india #CoronavirusPandemic pic.twitter.com/x7smbL17hD
এই ভিডিও ঘিরেই উঠেছে নিন্দার ঝড়-
The whole Janta Curfew went waste for these people. Social distancing my foot— Hypocrisy Watch (منافقت پر نظر) (@bigotry_watch) March 22, 2020
Post a Comment