সূর্যাস্তের পর ভুলেও এই জায়গাগুলিতে যাবেন না


Odd বাংলা ডেস্ক: কথাতেই আছে বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। হিন্দু শাস্ত্র বিভিন্ন বিধি নিষেধের বেড়া জালে জর্জরিত। হিন্দু শাস্ত্রে রয়েছে অনেক বিধি নিষেধ। এই বিধি নিষেধ গুলোকে কেউ মেনে চলে আবার কেউ মেনে চলেনা। কারন ধর্ম বিশ্বাসের উপর বেঁচে থাকে। তাই কারোর ধর্মের প্রতি বিশ্বাস না থাকলে সে কখনো ধার্মিক হতে পারে না। হিন্দু তন্ত্র শাস্ত্রে কিছু কিছু জায়গার কথা উল্লেখ আছে যা খুব ভয়ঙ্কর। যেখান থেকে সর্বদা নেগেটিভ শক্তি নির্গত হয়। এই নেগেটিভ শক্তি আপনার প্রাত্যহিক জীবনকে দুর্বিসহ করে তুলে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই সমস্ত স্থান থেকে যত দূরে থাকবেন ততই মঙ্গল। এমনই পাঁচটি জায়গার কথা নিম্নে উল্লেখিত করা হল। যেখানে রাতের বেলা যেতে নিষেধ করা হয়েছে। যদি আপনি নেগেটিভ শক্তির প্রভাবে না পড়তে চান পড়ে জেনে নিন এই জায়গাগুলো সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক স্থান গুলো কি কি…

১)  এমনিতেই শ্মশান খুব ভয়ানক স্থান। এই স্থানে সূর্যাস্তের পর যাওয়া উচিত নয়। কারন শ্মশানে সূর্যাস্তের পর ভুত প্রেত ও অপদেবতার প্রভাব দেখা যায়। আপনার মন যদি পবিত্র না থাকে তাহলে আপনার উপর অপশক্তির প্রভাব পড়ে। এই অপশক্তির ক্ষতিকর প্রভাবে আপনার ও আপনার পরিবারের ক্ষতি হতে পারে। তাই সূর্যাস্তের পর শ্মশানে যাওয়া উচিৎ নয়।

২) হাসপাতালের মর্গ ও লাশকাটার ঘরে সূর্যাস্তের পর যাওয়া উচিৎ নয়। কারন এই সমস্ত জায়গায় অপশক্তির প্রভাব আপনাকে শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতি গ্রস্ত করতে পারে। এমনকি এই সমস্ত জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না।

৩) কোনো ভাঙা ও অনেক দিন থেকে পড়ে থাকা কোনো বাড়ি যেখানে অনেক দিন থেকে লোক বসতি নেই এমন জায়গায় সূর্যাস্তের পর যাওয়া উচিৎ নয়। কারন এই সমস্ত জায়গায় প্যরানরমাল শক্তির আতুর ঘর। এই সমস্ত জায়গায় সূর্যাস্তের পরে গেলে এই সমস্ত শক্তি আপনাকে আক্রমন করতে পারে।

৪) যে সমস্ত জায়গায় একের বেশি রাস্তা মিলিত হয়েছে সেই সমস্ত জায়গায় সূর্যাস্তের পর যাওয়া উচিৎ নয়। কারন এই সমস্ত জায়গায় তান্ত্রিকরা সমস্ত খারাপ কাজ করে থাকেন। যার প্রভাব আপনার উপর পড়তে পারে যদি সূর্যাস্তের পর ওই স্থানে যান।
Blogger দ্বারা পরিচালিত.