করোনা রুখতে ছুটি বাড়ানো হল ১৫ এপ্রিল পর্যন্ত, সঙ্গে ২০০ কোটি টাকার তহবিল ঘোষণা মুখ্যমন্ত্রীর


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে ২০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। করোনা ভাইরাস রুখতে সপ্তাহের প্রথম দিনেই নবান্নে জরুরী বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে এই তহবিল ঘোষণার পাশাপাশি করোনা মোকাবিলায় কর্মরত প্রায় ১০ লক্ষ স্বাস্থ্যকর্মীরার জন্য ৫ লক্ষ টাকার অতিরিক্ত বিমার ব্যবস্থা করা হয়েছে। 

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও জানান যে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল, সুইমিং পুল, অডিটোরিয়াম, স্টেডিয়াম এবং ধারাবাহিক ও রিয়েলিটি শো-এর সম্প্রচার বন্ধ থাকবে। 
Blogger দ্বারা পরিচালিত.