এবছর কোনও মজা নয়, পয়লা এপ্রিল কোনও জোকস্ বানাবে না গুগল


Odd বাংলা ডেস্ক: ২০০৪ সাল থেকে শুরু করে গুগল প্রতি বছর বিশেষ দিনে নানারকমের মজার মজার জোকস, ওয়েবসাইট, ডুডল আর্টস, প্র্যাঙ্ক করে আসছ গুগল। সারা বিশ্ববাসী গুগলের হাত ধরে এই আনন্দে মাতে। ২০০৪ সালে ১ এপ্রিল গুগল একটি ঘোষণা করে যেখানে বলা হয় জিমেইলে ১ জিবি স্টোরেজ স্পেস দেওয়া হবে।

তবে সেটি ছিল একটা এপ্রিল ফুল প্র্যাঙ্ক। সেটা আদতে ছিল একটি এপ্রিল ফুল। সেই থেকে অন্যতম এই বিজনেস ইনসাইডার পালন করে আসছে এপ্রিল ফুল। তবে এই বছরের পরিস্থিতি অন্যান্য বছরের থেকে অনেকাই আলাদা। সারা বিশ্বজুড়ে যেভাবে ছড়াচ্ছে করোনার ত্রাস তাতে এপ্রিল ফুল পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

তাদের তরফে জানানো হয়েছে, এ বছর করোনা ভাইরাসের যোদ্ধাদের মনে রেখেই এপ্রিল ফুলের দিনে কোনও পোস্ট বা জোকস শেয়ার করা হবে না। এই কঠিন সময়ে এখন সকলের লক্ষ্য এইসব মানুষের পাশে থাকার। সবকিছু দ্রুত ঠিক হয়ে গেলে তারা পরের বছর এপ্রিল ফুল পালন করবে। আর সেই কারণেই এ্রপ্রিল ফুলের যাবতীয় প্রজেক্ট তারা বন্ধ করে দিয়েছে বলেও জানা গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.