তাপস পালকে খুন করা হয়েছে?
Odd বাংলা ডেস্ক: তাপস পালের স্ত্রী নন্দিনী দাবি করেছেন, যেই রাতে তাপস পালের মৃত্যু হয়, সেই দিন বিকেলেও তিনি বেশ ভাল ছিলেন৷ কথাবার্তাও বলেছিলেন। এর পরে রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা হাসপাতাল থেকে ফোন করে স্বাস্থ্যের অবনতির কথা জানানো হয়৷
বাবার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মেয়ে সোহিনীও৷ তিনি বেশ কয়েকজন চিকিৎসকের নাম লিখে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন৷ তাঁরও দাবি, বারবার বলা সত্ত্বেও ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাপস পালের চিকিৎসায় কোনও গুরুত্ব দেয়নি৷ ওই হাসপাতালের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও জবাব প্রকাশিত হয়নি।
তাঁদের যাবতীয় অভিযোগ মুম্বইয়ের বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালের বিরুদ্ধে৷ নন্দিনীর বক্তব্য, শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে অসহযোগিতা করে৷ তাপসের চিকিৎসা সংক্রান্ত কেস হিস্ট্রিই তাঁরা শুনতে চাননি৷ একই সঙ্গে তাঁর বক্তব্য, ফেব্রুয়ারির ৭ তারিখের পরে তাপস পাল অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন৷ কথাও বলছিলেন৷ তাহলে এমন কি হল যে তাঁর মৃত্যু হল। ডাক্তাররা কি ইচ্ছা করে আমার স্বামীকে মেরে ফেললো?
Post a Comment