ভারতে করোনা ভাইরাস রুখতে ৫০০ কোটি টাকা দান করল টাটা ট্রাস্ট


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস বেশ কিছুদিন আগেই মহামারির আকার নিয়েছে ভারতে। তবে এই কঠিন পরিস্থিতিতে হাত বাড়িয়ে দিয়েছেন দেশের নামী-দামি বিদ্বজনেরা। রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রের তরফেও গঠন করা হয়েছে ত্রাণ তহবিল। সকলে য়ে যেমন পারছেন তেমন আর্থিক সাহায্য দান করছেন। আর এবার সেই তালিকায় নাম লেখাল টাটা ট্রাস্ট। 

মারণ ভাইরাস করোনার মোকাবিলায় এবার টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অর্থ সাহায্য করা হবে বলে শনিবারই টুইট করে জানিয়েছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা। আর এই টাকা ব্যয় করা হবে একাধিক খাতে। যেমন-মেডিকেল কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম, টেস্টিং কিট (যার সাহায্যে মাথাপিছু করোনা টেস্ট বেশি করে করা যায়), মডিউলার ট্রিটমেন্ট ফেসিলিটি তৈরি করা, স্বাস্থ্যকর্মীদের এবিষয়ে আরও বেশি শিক্ষিত করে তোলা যাতে তারা আরও সহজে কাজ করতে পারে। 
অন্যদিকে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার সন্ধে আটটা পর্যন্ত পাওয়া খবর অনুসারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩৩। আর করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। 
Blogger দ্বারা পরিচালিত.