ওয়াটার টাউনের ভূত, আজও অমীমাংসিত রহস্য
Odd বাংলা ডেস্ক: ১৯২৭ সালের ডিসেম্বরে এসএস ওয়াটারটাউন নামে এক মার্কিন জাহাজ পানামা খালের দিকে যাচ্ছলো। এসময় এক দুর্ঘটনায় দুই নাবিক জেমস কার্টনি এবং মাইকেল মিহান মারা যায়। জাহাজের রীতি অনুযায়ী তাদের দুজনকেই সমুদ্রে সমাহিত করা হয়। কিন্তু ঘটনা ঘটতে শুরু করে তার পরদিন থেকে যখন জাহাজের ক্রু’রা সমুদ্রের পানিতে ওই দুই নাবিকের ভুতুড়ে মুখ ভাসতে দেখে। মুখ দুটি জাহাজের সাথেই যেন ভেসে ভেসে চলছিলো। অতিরঞ্জিত কোনো ঘটনা ভেবে হয়তো সবাই এ ঘটনাকে একসময় ভুলে যেত। কিন্তু এক ক্রু’র তোলা একটি ছবি আজো সাক্ষী হয়ে আছে ওই অদ্ভুত ঘটনার। কিন্তু এই ছবিটি নিয়ে বিতর্কের কিন্তু শেষ হয়নি এখনো।
Post a Comment