নিজের শেষ চিঠিতে ভগৎ সিং ঠিক কী লিখেছিলেন
Odd বাংলা ডেস্ক: ব্রিটিশ পুলিশকে খুন করার অভিযোগ ও দিল্লির অ্যাসেম্বলি হাউসে বোমা ছোঁড়ার ঘটনায় তাঁর জেল হয়। সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুর সঙ্গে মাত্র ২৩ বছর বয়সে ফাঁসি দেওয়া হয় তাঁকে।
লাহোরে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জন স্যান্ডার্সকে হত্যা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন ভগৎ সিং। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগৎ সিং-কে শ্রদ্ধা জানাতে এদিন বিএসএফ মিউজিয়ামে প্রদর্শিত হবে সেই পিস্তল যা দিয়ে স্যান্ডার্সকে মারা হয়েছিল।
১৯৩০ সালে তিনি একটি প্রবন্ধ লেখেন যার নাম Why I Am An Athiest. লাহোর জেলে বসে যখন দু’বছর ধরে ফাঁসির জন্য অপেক্ষা করছিলেন, তখন প্রচুর লেখা লেখেন তিনি। সেইসময়ই ভাই কুলতার সিং-কে একটি চিঠি লেখেন। উর্দুতে লেখা সেই চিঠিতে ভাইকে বলেছিলেন, ‘বিশ্বাস রেখে এগিয়ে যাও।’ শেষে একটি কবিতাই লেখেন তিনি।
আরও পড়ুন- ভগতের ফাঁসিতে গান্ধী কেন এগিয়ে গেলেন না, করাচিতে উত্তর দিতে নারাজ মহাত্মা
আরও পড়ুন- ভগতের ফাঁসিতে গান্ধী কেন এগিয়ে গেলেন না, করাচিতে উত্তর দিতে নারাজ মহাত্মা
উর্দু চিঠি ইংরাজি হরফে
Post a Comment