ঠাকুর ঘরে এই কয়েকটি ভুল করলে কখনই মিলবে না দেবতার আশীর্বাদ


Odd বাংলা ডেস্ক: ঠাকুর দেবতার ওপর বিশ্বাস প্রায় সকলেরই। এখনকার সময়ে অনেকেই বলে যে তারা ঠাকুর দেবতায় বিশ্বাস করে না। কিন্তু প্রতিটা মানুষের জীবনে এমন কিছু কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যে তখন একমাত্র ভরসার জায়গা হয়ে দাঁড়ায় ভগবান। সব বাড়িতেই ঠাকুর প্রতিষ্ঠা করা থাকে। 

অনেকে ঠাকুর ঘর তৈরি করে ঠাকুর রাখার জন্য। আসুন তাহলে জেনে নিন ঠাকুর ঘরের সঠিক নিয়ম – পাশাপাশি গনেশ লক্ষ্মী থাকলে সব সময় লক্ষ্মীকে গনেশের বাম দিকে রাখবেন। দিক সর্বদা বাস্তুর উপর প্রচন্ড প্রভাব ফেলে। তাই এই ব্যাপারটি ভুল হলে চরম বিপদ হতে পারে। বাড়িতে লক্ষ্মী গনেশের মূর্তি যদি পাশাপাশি থকে তাহলে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে গনেশের শুঁড় যেন কখনোই লক্ষ্মীর দিকে না থাকে। এক্ষেত্রে চরম অমঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন এই কথাটি মাথায় রাখার। সবসময় লাল কাপড়ের উপর লক্ষ্মীকে বসিয়ে রাখুন। সেটি যেমন মূর্তিই হোক। পিতলের হোক বা মাটির মূর্তি, এই নিয়মটি মেনে চলুন সবসময়। ফলে আপনার এবং আপনার পরিবারের উপর সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। শুভ শক্তির প্রভাব বাড়ে বাড়িতে প্রদীপ জ্বালালে। তাই প্রতিদিন সকালে উঠে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালান। ঠাকুর ঘর সবসময় আলোকিত রাখা দরকার। তাহলে আপনার বাড়িকে অনেক পসিটিভ শক্তি ঘিরে রাখবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাতা দিয়ে ভগবানের আরাধনা করলে ঠাকুর ঘর শুদ্ধ হয়। এই পাতার প্রভাবে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারেনা। আপনার বাড়িতে কোন সমস্যা থাকলে তা দূরে সরে যায়।
Blogger দ্বারা পরিচালিত.