রিফিউজি শিবিরের অভুক্ত কৃষ্ণবর্ণের সেই তরুণী আজ বিশ্বসেরা মডেল


Odd বাংলা ডেস্ক: গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত সুদান থেকে পালিয়ে আসার পথে উদ্বাস্তু শিবিরে কেটেছে শৈশবের অনেকটাই। তবুও স্বপ্ন দেখতে ভুলতেন না। প্রচণ্ড খিদের জ্বালায় অস্থির সুদানের কিশোরী ন্যাকিম গাটওয়েক প্রথমে কেনিয়া, তারপর ইথিয়োপিয়ার উদ্বাস্তু শিবিরে বসে বসে ভাবতেন ‘আমেরিকায় অপেক্ষা করে আছে তার স্বপ্নের জীবন’। সেই স্বপ্নে জীবন পেতে একদিন আমেরিকায় পৌঁছেও গেলেন। তবে আমেরিকায় গিয়ে আরও চুরমার হয়ে গেল তার যাবতীয় আশা-ভরসা। কেননা, সেখানে তার ভালভাবে থাকা তো দূর সমাজ তো গ্রহণ করতেই নারাজ তাকে। কারণ, তিনি যে ঘোর কৃষ্ণাঙ্গী। শ্বেতাঙ্গ প্রধান দেশে এসে সুদানের কিশোরী ন্যাকিম গাটওয়েক জীবনে প্রথম জানলেন কাকে বলে বর্ণবিদ্বেষ।
ইনস্টাগ্রামের অনুরাগীর সংখ্যা ২০ হাজার থেকে রাতারাতি পৌঁছেছে সাড়ে তিন লাখের কাছাকাছি। ন্যাকিমকে শুভেচ্ছাবার্তা পাঠান বিশ্বের নানা প্রান্তের অসংখ্য ভক্ত। মিনেসোটার বাসিন্দা ন্যাকিমকে অনেকেই বলেন, ‘অন্ধকারের রানি’। সেটাও তার কাছে প্রশংসা, অপমান নয়। তবে এই সাফল্যের মাঝেও ফিরে আসে অতীতের অপমানের দগদগে ক্ষত।
Blogger দ্বারা পরিচালিত.