স্বস্তির খবর, চিকিৎসায় সাড়া দিয়ে সেরে উঠছে রাজ্যের প্রথম করোনা আক্রান্ত সেই আমলার ছেলে


Odd বাংলা ডেস্ক: শহর কলকাতায় এসে যে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন নবান্নের সেই আমলার ছেলে, বর্তমানে সেই আমলার ছেলে এখন অনেকটাই সুস্থ। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় অনেকটাই সাড়া দিয়েছে সে। শনিবার তাঁর ফের নমুনা করা হয়, তাতে তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই খবর। তবে এই রিপোর্টেই থেমে থাকবা না হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার ফের তার নমুনা পরীক্ষা করা হবে। 

রাজ্যের প্রথম করোনা আক্রান্তের বিরুদ্ধে প্রথম থেকেই ক্ষেপে রয়েছেন এরাজ্যের মানুষ। রাজ্যের প্রথম করোনা আক্রান্ত যুবক এবং তাঁর প্রভাবশালী মা এবং চিকিৎসক বাবার চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং তাঁদের ক্ষমতার যে অপব্যবহার তাঁরা করেছেন, তাতে তাদের থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই মানুষ তাঁদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানারকম আপত্তিকর মন্তব্য করেছিলেন। 

এমনকি এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, নিয়ম এবং নিষেধাজ্ঞা সকলের জন্যই প্রযোজ্য, তবে তর্ক বিতর্ক পিছনে ফেলে ওই যুবক যে সুস্থ হয়ে উঠছেন, এটাই অনেকটা স্বস্তির। 
Blogger দ্বারা পরিচালিত.