এপ্রিল মাস থেকেই উঠে যাচ্ছে এই ৬টি সরকারি ব্যাঙ্ক


Odd বাংলা ডেস্ক: আর মাত্র সপ্তাহ তিনেক। তারপরেই উঠে যাচ্ছে এই ছ’টি সরকারি ব্যাঙ্ক। তাই আপনি যদি এই ব্যাঙ্কগুলির গ্রাহক হন, তাহলে আজই গিয়ে খোঁজখবর করুন আপনার কী করণীয়। কারণ, যে টাকা ব্যাঙ্কে গচ্ছিত রাখা আছে, তার ভবিষ্যৎ কী। না, চমকে উঠবেন না। কারণ, এখনও হাতে সময় রয়েছে। কারণ, এই সময়সীমা শেষ হবে ৩১ মার্চ। বুধবারই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু হঠাৎ কেন এই ব্যাঙ্কগুলি উঠে যাচ্ছে, যাদের গ্রাহকের সম্মিলিত সংখ্যা প্রায় এক কোটি। না, ব্যাঙ্কগুলি সম্পূর্ণ উঠে যাচ্ছে না। মোট ১০টি ব্যাঙ্ক সংযুক্ত হয়ে হচ্ছে চারটি ব্যাঙ্ক। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে যাবে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে পিএনবি হয়ে যাবে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। এখন ভারতের এক নম্বরে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তৃতীয় স্থানে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। যার সঙ্গে সম্প্রতি দেনা ও বিজয়া ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছে। অন্যদিকে, কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মিশবে সিন্ডিকেট ব্যাঙ্ক এবং তৈরি হবে দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক। এর পাশাপাশি ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক মিলে তৈরি হবে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাঙ্ক। দেশের সপ্তম বৃহত্তম ব্যাঙ্ক হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্ক মিশে যাওয়ার ফলে। এর ফলে ১ এপ্রিলের পর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি হবে, স্টেট ব্যাঙ্ক, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক। এছাড়াও ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মতো হাতেগোনা কয়েকটি ব্যাঙ্ক থাকছে আপাতত। বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি কিছুই থাকছে না। তবে দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ, ঠিক আগে যেভাবে হয়েছে। এই ক্ষেত্রেও আপনার টাকা থাকবে সুরক্ষিত। পুরনো ব্যাঙ্কগুলি মিশে নতুন যে ব্যাঙ্ক তৈরি হচ্ছে আপনার নামে অ্যাকাউন্ট সেখানেই চলে যাবে সম্পূর্ণ আমানত সমেত।
Blogger দ্বারা পরিচালিত.