কলকাতায় ঘোষিত হল লক ডাউন, জেনে নিন সরকারের গুরুত্বপূর্ণ ১০ নির্দেশিকা


Odd বাংলা ডেস্ক: করোনা প্রতিরোধে অবশেষে সতর্কতামুলক সিদ্ধান্ত নিল রাজ্য। এদিন রাজ্যে সরকারের তরফে জরুরী পরিষেবা ছাড়া সমস্তকিছু কার্যত লকডাউন রাখা হবে বলে জানা গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক কী কী নির্দেশিকা জারি করেছে সরকার-

১) ট্যাক্সি, অটো-রিক্সার মতো পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ রাখা হবে। যেসেব যানবাহন খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য বহন করে সেগুলি চলবে। 

২) সমস্ত দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে। 

৩) যারা সবেমাত্র বিদেশ থেকে ফিরেছেন তাঁদের বাধ্যতামুলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

৪) সাধারণ মানুষকেও বাধ্যতামুলকভাবে বাড়িতে থাকতে হবে। সামাজিক দূরত্বের যে নির্দেশিকা পূর্বেই জারি করা হয়েছে, তা মেনে চলতে ববে। 

৫) যে যে পরিষেবাগুলি এই লকডাউনের আওতায় পড়বে না, সেগুলি হল- 
  • আইন পরিষেবা, আদালত, এবং সংশোধনাগার
  • স্বাস্থ্য পরিষেবা
  • পুলিশ, সশস্ত্র বাহিনি, প্যারা মিলিটারি ফোর্স
  • ইলেকট্রিসিটি, জল
  • দমকল,সিভিল ডিফেন্স, এমার্জেন্সি পরিষেবা
  • টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, ডাক বিভাগ
  • ব্যাঙ্ক এবং এটিএম পরিষেবা
  • খাবার (মুদি, সবজি, ফল, মাংস, মাছ,, পাউরুটি, দুধ সংরক্ষণ এবং পরিবহন)
  • ই-গ্রসারি পরিষেবা (মুদি, খাবার, হোম ডেলিভারি)
  • পেট্রল পাম্প, এলপিজি গ্যাস, তেল এজেন্সি
  • ওষুধের দোকান, চশমার দোকান, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং এবং পরিবহন
  • প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া
  • নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পর্কিত যাবতীয় পরিষেবা

৬) পাবলিক প্লেসে ৭ জনের বেশি মানুষের এক জায়গায় জমায়েত নিষিদ্ধ।

৭) কারওর যদি কোনও বিষয়ে অসুবিধা বা কোনও সন্দেহ থাকে তাহলে জেলাশাসক বা মিউনিসিপ্যাল কমিশনারকে জানাতে পারেন। 

৮) উপরিউক্ত যাবতীয় আদেশ এবং নির্দেশ বাস্তবায়িত করার জন্য সকল জেলাশাসক, পুলিশ কমিশনার, মিউনিসিপ্যাল কমিশনার, এডিএম, সিএমও, এসডিও, বিডিও, একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট-কে নির্দেশ দেওয়া হচ্ছে।

৯) উপরিউক্ত যাবতীয় আদেশ এবং নির্দেশ যে বা যারা লঙ্ঘন করবেন তাদের শাস্তিযোগ্য অপরাধ করার জন্য় ভারতীয় দণ্ডবিধি ১৮৮ অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১০) পরিস্থিতি বুঝে রাজ্য সরকার যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 
Blogger দ্বারা পরিচালিত.