৫ টি সংকেত থাকলে বুঝবেন আপনার জীবনে খুব ভাল সময় আসছে


Odd বাংলা ডেস্ক: মানুষের জীবনে ভাল এবং খারাপ সময় কোনওটিই স্থায়ী নয়।আজ সময় খারাপ গেলেও আশা থাকে আগামীতে ভাল হবেই। আবার দিন ভাল গেলেও খারাপ দিন আসতে পারে বলে শঙ্কিত হন অনেকেই।তবে ভাল দিন শীঘ্র কাটলেও,খারাপ সময় কাটতে চায়না কিছুতেই।আসুন জেনে নিই জীবনে কোন কোন ইঙ্গিত গুলি ভাল সময় আসার লক্ষন। 

১.হঠাৎ করে কোনও কারনে মনে শান্তি অনুভব করলে অথবা অকারনেই যদি আপনি কখনও খুশি বা আনন্দিত হয়ে যান।তখন জানবেন কোনও না হওয়া কাজ সিদ্ধ হতে চলেছে।অথবা শুভ সময় আসন্ন। 

 ২.যে পুরোনো খারাপ স্মৃতি আপনি চেষ্টা করেও ভুলতে পারছিলেন না তা যদি হঠাৎ করেই ভুলে যান বা সেই স্মৃতি আর আপনাকে পীড়িত না করে।বুঝবেন ভাল কিছু হতে চলেছে। 

৩.যদি আপনার ধ্যান অতীত বা ভবিষ্যত থেকে সরে এসে শুধুমাত্র বর্তমানে  স্থির হয়ে যায় ভাববেন জীবন এখন থেকে ভাল হবে। 

৪.যখন আপনি আর কোনও কাজেই ভয় পাবেন না।এবং সব কাজ খুব সহজ মনে হবে। 

৫.মন যখন নেতিবাচক সব ধারনাকে দূরে সরিয়ে শুধু পজিটিভ বা ইতিবাচক ভাবে চিন্তা করবে মনে করবেন সৌভাগ্য দরজায় কড়া নাড়ছে।
Blogger দ্বারা পরিচালিত.