জানেন এই মুসলিম দেশের টাকাতে আছে গণেশের ছবি ?
Odd বাংলা ডেস্ক: এশিয়া মহাদেশে এমন এক দেশ আছে যেখানে ৮৭.৫% মুসলিম কিন্তু তবুও তাদের দেশের টাকাতে হিন্দু দেবতা গনেশের ছবি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দেশটির নাম হল ইন্দোনেশিয়া, এখানে হিন্দুদের সংখ্যা মাত্র ৩% এবং মুসলিমদের সংখ্যা ৮৭.৫%। ইন্দোনেশিয়ার ২০,০০০ টাকার নোটে হিন্দু দেবতা গনেশের ছবি রয়েছে।
ইন্দোনেশিয়ার ইতিহাস অনুযায়ী প্রথম শতাব্দীতে দেশের বেশিরভাগ মানুষই ছিল হিন্দু ফলে আজও তাদের সংস্কৃতি বহন করে চলেছে দেশের সমস্ত নাগরিকরা। তারা মনে করেন, গনেশ হল শিল্পকলা, বিজ্ঞান এবং জ্ঞানের দেবতা। আজও তাদের স্কুল-কলেজে রামায়ণ মহাভারত পড়ানো হয় এবং এই রামায়ণ ও মহাভারত তাদের আদিবাসীবৃন্দদের মধ্যেও ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। এমনকি তাদের জাকার্তা স্কোয়ারে বড় করে কৃষ্ণ এবং অর্জুনের স্ট্যাচু করা আছে।
ইন্দোনেশিয়ার মিলিটারিদের মধ্যে হিন্দু দেবতা হনুমান খুব বিখ্যাত ছিল কারণ তারা মনে করেন হনুমান তাদের যুদ্ধে রক্ষা করবেন। বালি টুরিজম এবং বানদং ইনস্টিটিউট অফ টেকনোলজির লোগো হিন্দু মাইথলজি থেকে অনুপ্রাণিত।
ইন্দোনেশিয়ার টাকাতে হিন্দু দেবতা ছাড়াও রয়েছেন বিপ্লবী 'ki hajar dewantara' ছবি এবং টাকার উল্টোপিঠে রয়েছে স্কুলছাত্রদের ছবি, যারা ইন্দোনেশিয়ার শিক্ষার প্রতীকী হিসেবে কাজ করে।
ইন্দোনেশিয়ার টাকার উপরে গনেশের ছবি নিয়ে আরেকটি সূত্র রয়েছে যা হয়ত ইন্দোনেশিয়ার অনেক লোকই মানেন না। একবার ড:শুভ্রামানিয়াম স্বামী ইন্দোনেশিয়ার ফিন্যান্স মিনিস্টারকে জিগ্যেস করেন, “আপনাদের টাকার উপরে হিন্দু দেবতার ছবি কেন?” তিনি তার উত্তরে বলেন যে ১৯৯৭ সালে এশিয়ার অনেক দেশগুলোতেই মূল্যহ্রাস পায় ফলে ইন্দোনেশিয়ার দেশের তার প্রভাব সবচেয়ে বেশি ছিল। তখন তাদের দেশের অনেকেই বলেন টাকার উপর গনেশের ছবি রাখলে নাকি এর থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং তারমধ্যে সেইসময় হিন্দুদের মাইথলজির প্রভাব মারাত্মক। তো হঠাৎ করেই নাকি সেই গনেশের ছবি রাখা হয় এবং সহজেই এই কাল্পনিক ব্যাপারটা কাজও করে তাদের মূল্যবৃদ্ধিতে।
Post a Comment