করোনা রুখতে অনন্য উদ্যোগ, ২ মাস গৃহবন্দী ভারতের এই গ্রামের মানুষ


Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় সচেতনতার নজির গড়ল কর্ণাটকের এই গ্রাম। বেঙ্গালুরু থেকে ১১০ কিলোমিটার দূরে ককোলার জেলায় অবস্থিত এম গোলাহাল্লি নামে একটি গ্রাম দুমাসের জন্য নিজেদের গৃহবন্দী করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তে অবস্থিত এই গ্রামে জনসংখ্যা ৮০০ জন। করোনা রোধ করতে বহির্বিশ্বের সঙ্গে সবরকম যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

আসলে গ্রামবাসীরা কেউই চান না যে, তাঁদের গ্রামের কোনও মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হন, এবং সেই সংক্রমণ ধীরে ধীরে গ্রামের বাকি মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ুক। এই গ্রামের মানুষদের প্রধান জীবিকা হল চাষবাস। অল ইন্ডিয়া কিষাণ মঞ্চ-এর সদস্য এক কৃষক কে ভি জগন্নাথ জানিয়েছেন, গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন ১০০ জন স্বেচ্ছাসেবী। গ্রামের সীমান্তে চেকপোস্ট তৈরি করে গোটা বিষয়টি পরিচালনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রামের কোনও মানুষ বাইরে যেতে পারবেন না, বাইরে থেকে কেই এখন গ্রামে প্রবেশও করতে পারবে না। 

পাশাপাশি গ্রামের মানুষরাই চারটি ভাগে বিভক্ত হয়ে স্বাস্থ্য, স্যানিটেশন, যোগাযোগ এবং নিরাপত্তার দিকে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি গ্রামবাসীরা নিয়মিত তাঁদের ঘর-বাড়ি স্যানিটাইজড করছেন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যাতে গ্রামে বেশি করে এবং পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখা যায়, সেই চেষ্টা করে চলেছেন। 
Blogger দ্বারা পরিচালিত.