সঙ্গমের জন্য পাগল বাঘ, সঙ্গী খুঁজে পেতে যা করল
Odd বাংলা ডেস্ক: যৌন সঙ্গমের জন্য আপনি কী কী করতে পারেন? বড্ড জোর এই যুগে দিনের পর দিন ফেসবুক, ম্যাসেঞ্জার কিমবা কোনও ডেটিং অ্যাপে খুঁজে খুঁজে হয়রানি হতে পারবেন। কিন্তু কখনও ২০০ কিলোমিটার হাটতে পারবেন? অতটাও ছেড়ে দিলাম, সামান্য ২০ কিলোমিটার পায়ে হেঁটে খুঁজুন তো, না কোনওমতেই পারবেন না। কিন্তু এই বাঘমামা কিন্তু তা করে দেখালো।
সঙ্গিনী খুঁজতে নয় নয় করে ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করল এই বাঘ। না, দাবিটা আমরা মোটেও করছি না। বরং এমনই তথ্য দিলেন ফরেস্ট অফিসার প্রবীণ কাসওয়ান। সম্প্রতি তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, এই বাঘটি জল, জঙ্গল পেরিয়ে ২০০০ কিমি পথ অতিক্রম করে আপাতত মহারাষ্ট্র অভয়ারন্যে রয়েছেন। তবে এই বাঘ মহাশয় কারোরই কোনও ক্ষতি করেননি। তার গতিবিধি দেখে বোঝা যাচ্ছে, সে রাতের পর রাত হেঁটে যাচ্ছে শুধুমাত্র একজন সঙ্গীনীর খোঁজার জন্য।
Post a Comment