করোনার কারণে শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বৃদ্ধির আশঙ্কা
Odd বাংলা ডেস্ক: বৈশ্বিক মহামারির কারণে ঘরবন্দি থাকায় শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বাড়তে পারে আশঙ্কা ইউনিসেফের। ইউএন নিউজ ও এবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। করোনাভাইরাসের কারণে চীনে সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের প্রতি ঘরোয়া সহিংসতা বেড়ে যাওয়ায় এ আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, বিশ্বের অনেক দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়াসহ আরও নানান নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে শিশুদের দৈনন্দিন জীবনে। যৌন নির্যাতন ও লিঙ্গবৈষম্যের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বব্যাপী হোম কোয়ারেন্টাইনে থাকা কয়েক লাখ শিশু।
শিশু ও নারীর প্রতি নিপীড়ন বন্ধে সংক্রমিত দেশগুলোকে কয়েকটি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। হোম কোয়ারেন্টাইনে থাকা শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক পদক্ষেপ নিতে হবে। বিশ্বব্যাপী মহামারী নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে শিশু সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
করোনাভাইরাস কীভাবে শিশুদের জীবনকে প্রভাবিত করে, সেটি সঠিকভাবে বোঝানোর জন্য তাদেরকে সম্পৃক্ত করে কাউন্সিলিং কর্মসূচি শুরু করতে হবে।
কোথাও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যেই ভুক্তভোগীকে স্বাস্থ্যসেবা দিতে হবে। শিশুরা যাতে নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
লকডাউন পরিস্থিতিতে যেসব পরিবারের মাসিক আয় কমে গেছে, তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। যেসকল শিশুর পিতা-মাতা করোনাভাইরাসে।
Post a Comment