করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব, ভাইরাস রুখতে দাওয়াই বাতলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট
Odd বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের কামড়ে যখন প্রাণ হারাচ্ছে একের পর এক মানুষ। তখন করোনার দাওয়াই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানিয়েছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন-এর কম্বিনেশনের ফলে ওষুধের ইতিহাসে একটা বড় গেম চেঞ্জার হতে পারে।
পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে এই আবিষ্কারের জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প কিন্তু তাঁর নিজের বক্তব্যের সপক্ষে অন্ত্রপ্রনর তথা অ্যাক্টিভিস্ট মাইকেল কাড্রির একটি ট্যুইটও রিট্যুইট করেন। সেই টুইটে মাইকেলও দাবি করেন এই দু'টি ওষুধের কম্বিনেশন কিন্তু প্রাণঘাতী ভাইরাসের মোকাবিলায় অত্যন্ত কার্যকর। তাঁর বক্তব্য, একটি ফরাসি সমীক্ষায় দেখা গিয়েছে, পাঁচ দিনের চিকিত্সায় এই ভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে।
HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN, taken together, have a real chance to be one of the biggest game changers in the history of medicine. The FDA has moved mountains - Thank You! Hopefully they will BOTH (H works better with A, International Journal of Antimicrobial Agents).....— Donald J. Trump (@realDonaldTrump) March 21, 2020
প্রসঙ্গত, এই হাইড্রোক্সিক্লোরোকুইন হল অ্যান্টি-ম্যালেরিয়ার ওষুধ। দেখা যাচ্ছে, এই হাইড্রোক্সিক্লোরোকুইন-এর প্রয়োগে Covid-19, SARS-CoV-2-র মতো ভাইরাসের সংক্রমণ-গতি ধীর হয়। অপর দিকে, অ্যাজিথ্রোমাইসিন অত্যন্ত পরিচিত একটি অ্যান্টিবায়োটিক। গবেষকদের দাবি, এই দুই ওষুধের কম্বিনেশনে করোনাভাইরাস প্রতিরোধে অত্যন্ত ভালো ফল দিচ্ছে।
NEW DATA: A French study has demonstrated evidence that the combination of Hydroxychloroquine & Azithromycin are highly effective in treating Covid-19.— Michael Coudrey (@MichaelCoudrey) March 21, 2020
The patients enrolled in the study showed complete viral eradication around the 5th day of treatment. https://t.co/WnGs5PKOpn pic.twitter.com/JZzZ66w4rL
Post a Comment