মাস্ক মিলছে না বাজারে, কাপড়ের ব্যাগ কেটে মাস্ক বানানোর পদ্ধতি শেখালেন অভিনেত্রী জুহি


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনার প্রকোপ দিনে দিনে যতই বেড়েছে ততই বাজার থেকে উধাও হয়েছে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক। যদিও এর আগে আপনারা জেনেছেন বাড়িতে বসেই হাতে গোনা কয়েকটি উপকরণ ব্যবহার করে কীভাবে হ্যান্ড স্যানিটাইজার বানাবেন। আর এবার টেলিভিশন তারকা জুহি পরমার শেখালেন কীভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মাস্ক। জুহি মাস্ক তৈরির গোটা পদ্ধতিটি শেয়ার করেছেন তাঁর নিজের ইউটিউব চ্যানেলে। 

জুহি এই মাস্ক তৈরি করতে ব্যবহার করেছেন কাপড়ের ব্যাগ। দেশে আনুষ্ঠানিরকভাবে প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর এই ধরনের কাপরের ব্যাগ খুব সহজেই বাজারে উপলব্ধ ছিল। তবে আমাদের পরামর্শ এই মাস্ক ব্যবহারের আগে অবশ্যই তা স্যানিটাইজ করে নিন। যদিও জুহি নিজেই স্বীকার করে নিয়েছেন যে, এই মাস্ক ভাইরাস-প্রুফ নয়। তবে এই কঠিন পরিস্থিতিতে বিনা মাস্কে থাকার চেয়ে এই কাপরের মাস্ক আপনাকে একটু হলেও নিজেকে রক্ষা করতে পারবেন। 

এই মাস্ক বানাতে আপনার যে যে উপকরণ লাগবে তা হল- কাপড়ের ব্যাগ, একটি কাঁচি আর সূঁচ-সুতো। তাহলে আর অপেক্ষা কীসের, দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন মাস্ক -


Blogger দ্বারা পরিচালিত.