দোলের দিন শ্রীকৃষ্ণকে লাঠিপেটা করেছিলেন রাধিকা, কিন্তু কেন? জানুন সেই কাহিনি


Odd বাংলা ডেস্ক: প্রাচীনকাল থেকেই ধুমধাম করে পালিত হয় হোলি উৎসব। সারা দেশজুড়ে এইদিন রঙের উৎসবে মেতে ওঠেন আপামর সাধারণ মানুষ। তবে বিশেষত মথুরা ও বৃন্দাবনে এই উৎসব বিশেষ মাত্রা লাভ করে। কৃষ্ণের লীলাভূমি নামে পরিচিত মথুরায় দোল উত্‍সব যে আলাদ চেহারা পাবে তা বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্ব থেকে মানুষরা আসেন মথুরা ও বৃন্দাবনের হোলি উৎসবে মাতোয়ারা হতে। 

তবে জানেন কি, মথুরা-বৃন্দাবনে পালিত হয় লাঠমার হোলি। কৃষ্ণের লীলাভূমি এই মথুরাতেই রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে দোল খেলতেন শ্রীকৃষ্ণ। মথুরায় পালিত হওয়া লাঠমার হোলির প্রথা কিন্তু সেই রাধা-কৃষ্ণের আমল থেকেই চলে আসছে।

পুরাণে কথিত আছে, ছোটবেলায় কৃষ্ণ যশোদার মায়ের কাছে গিয়ে অভিযোগ করতেন যে, কেন তিনি শ্যামবর্ণ আর রাধা কেন ফর্সা? তখন যশোদা শ্রীকৃষ্ণকে বলেছিলেন শ্রীরাধাকে ভাল করে রং মাখিয়ে দিতে, যাতে গায়ের রং বোঝা না যায়। তখন কৃষ্ণ তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে রাধা ও অন্য গোপিনীদের রঙ মাখিয়ে দেয়। এরপরে রাধা ও গোপিনীরা লাঠি দিয়ে শ্রীকৃষ্ণ এবং তাঁর বন্ধুদের মারেন। সেখান থেকেই চালু হয় লাঠমার হোলির প্রথা। আজও কিন্তু হোলির সময় মথুরা-বৃন্দাবনে পালিত হয় এই লাঠমার হোলি উৎসব। আজও মহিলারা মজা করে লাঠি দিয়ে মারেন পুরুষদের।
Blogger দ্বারা পরিচালিত.