পুলিশের হেল্পলাইনে ফোন করে সিঙারা অর্ডার করল এক ব্যক্তি, শাস্তিস্বরূপ পরিষ্কার করতে হল নর্দমা!
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা দেশ জুড়ে জারি করা হয়েছে লকডাউন। সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। তবে লকডাউনের এই এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পুলিশকর্মীরা।
লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি মানুষের যাতে কোনওরকম সমস্যায় পড়লে প্রশাসনের সাহায্য নিতে পারে সেজন্য অন্যান্য রাজ্যের মতো উত্তরপ্রদেশের পুলিশও সকলের জন্য খুলে দিয়েছে হেল্পলাইন নম্বর। আর সেই হেল্পলাইন নম্বরে ফোন করে এক ব্যক্তি চাইলেন সিঙারা!
4 समोसा भिजवा दो... चेतावनी के बाद आखिर भिजवाना ही पड़ा।— DM Rampur (@DeoRampur) March 29, 2020
अनावश्यक मांग कर कंट्रोल रूम को परेशान करने वाले व्यक्ति से सामाजिक कार्य के तहत् नाली सफाई का कार्य कराया गया। pic.twitter.com/88aFRxZpt2
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলায়। সেখানকার এক ব্যক্তি ফোন করে বলেছেন, বাড়িতে যেন গরম সিঙারা পৌঁছে দিয়ে আসে। এইভাবে বারবার ফোন করে বিরক্ত করায় অবশেষে তাঁর বাড়িতে সিঙারা নিয়ে হাজির হন স্থানীয় প্রশাসন। তবে এই কঠিন পরিস্থিতিতে পুলিশের সঙ্গে ইয়ারমি মারার শাস্তিও দেওয়া হয় তাঁকে। আর সেই শাস্তিস্বরূপ এলাকার নর্দমা পরিষ্কার করতে দেওয়া হয় তাঁকে। অগত্যা উপায় না পেয়ে সেই কাজই করতে বাধ্য হন তিনি।
Post a Comment