শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা প্রমাণ মিলবে ৫ মিনিটে, টেস্ট কিট আনছে আমেরিকা
Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার নিয়ে আসতে চলেছে করোনাভাইরাস টেস্ট কিট। এদিন অ্যাবট ল্যাবরেটারির তরফে লঞ্চ করা হল এইকরোনাভাইরাস টেস্ট কিট। যার সাহায্যে খুব সহজেই টেস্ট করা যাবে কারওর শরীরে করোনাভাইরাস রয়েছে কি না, তাও আবার পাঁচ মিনিটে। আরও জানা গিয়েছে, এটি খুব সহজেই ক্যারি করা সম্ভব এবং সমস্ত স্বাস্থ্য কেন্দ্রেই কিন্তু এই টেস্ট কিট ব্যবহার করা যায়।
অ্যাবট ডায়াগনস্টিক্স-এর তরফে রিসার্চ এবং ডেভেলপমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট জন ফ্রেলস জানিয়েছেন, মেডিকেল ডিভাইস প্রস্তুতকারকদের তরফে একটা পরিকল্পনা করা হয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে প্রতি দিন প্রায় পঞ্চাশ হাজার টেস্ট কিট সরবরাহ করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এবং অন্যান্য জায়গাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা অত্যন্ত বেশি, কিন্তু তা সত্ত্বেও মার্কিন মুলুক করোনা প্রতিরোধে জোরদার ভুমিকা পালন করেছে।
Post a Comment