করোনা আতঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
Odd বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার করোনা ভাইরাসের কারণে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছেন। পরিস্থিতি মোকাবিলা করতে আরও কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই নিয়েও বিবৃতি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪১ জনের। পাশাপাশি আক্রান্ত আরও ১,৮০০ জন মানুষ।
মারণ এই রোগের মোকাবিলা করার জন্য করোনায় আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য নিজের তিন মাসের বেতন মার্কিন স্বাস্থ্য দফতরের হাতে দান করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আর এরপরই গোটা মার্কিন মুলুক জুড়ে জারি করা হয়েছে জরুরী অবস্থা। একই পরিস্থিতি স্পেনে। সেখানেও জারি করা হয়েছে জরুরী অবস্থা।
এদিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনা প্রতিরোধ করতে আগামী ৮ সপ্তাহ মার্কিন মুলুকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখটা সময় হতে চলেছে। এবং ট্রাম্প আরও বলেন যে,করোনাকে প্রতিহত করতে চিকিৎসক এবং সাধারণ মানুষকে অনেককিছু জিনিস মেনে চলতে হবে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় প্রতিস হাসপাতালকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধিও মেনে চলতে বলেছেন।
Post a Comment