কার্ড বা হোয়াটসঅ্যাপ নয়, ছেলের বিয়ে উপলক্ষে ১৫০০ ইনল্যান্ড লেটার বিলি করলেন এক বাবা


Odd বাংলা ডেস্ক: সে এক সময় ছিল যখন ছিল না সোশ্যাল মিডিয়া- ভিডিও কলিং-এর সুযোগ। প্রিয় মানুষের বার্তা বয়ে আনত ইনল্যান্ড লেটার। কিন্তু সেসব এখন অতীত। কিন্তু সেই পুরনো দিনের কথা, সেই নস্টালজিয়া ফিরিয়ে আনলেন উত্তরাখণ্ডের এক ব্যক্তি। 

উত্তরাখণ্ডের চামোলি জেলার প্রায় ১৫০০ মানুষকে ইনল্যান্ড লেটারে চিঠি পাঠিয়ে নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছেন এক ব্যক্তি। সুন্দরমণি মান্ডোলি নামে ফালি গ্রামের ওই বাসিন্দা পেশায় একজন প্রাক্তন সেনাকর্মী। তাঁর ছেলের বিয়েতে তিনি কেন ইনল্যান্ড লেটারকেই আমন্ত্রণ পত্র হিসাবে বেছে নিলেন? ওই ভদ্রলোকের ছেলেও ভারতীয় সেনায় কর্মরত। তাঁর কথায়, তাঁর বাবা যখন কর্মরত ছিলেন তখন টেলিফোন, মোবাইল ফোন-এর কোনও সুযোগ সুবিধা ছিল না। যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই ইনল্যান্ড লেটারই। বাড়িতে যখন পোস্টম্যান এসে তাঁর বাবার চিঠি দিত তখন তাঁর মা খুবই খুশি হতেন। 

তাই সেই প্রাচীন প্রথাকে আরও একবার জাগিয়ে তুলতে নিজের ছেলের বিয়েতে ১৫০০ ইনল্যান্ড লেটারে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন সুন্দরমণি মান্ডোলি। তবে এতগুলি ইনল্যান্ড লেটার জোগাড় করা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না। বিভিন্ন পোস্ট অফিস থেকে এক এক করে কার্ড এনে জোগার করে তারপর তা অতিথিদের বাড়িতে পাঠিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.