লকডাউনের মধ্যেই ভ্যানগগের ছবি চুরি সংগ্রহশালা থেকে


Odd বাংলা ডেস্ক: বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে। নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডামের এক জাদুঘর থেকে রবিবার রাতে চিত্রকর্মটি চুরি হয়। যাদুঘরের কর্মকর্তারা সোমবার সকালে এই বিষয়টি গণমাধ্যমে জানান। দ্য সিঙ্গার লরেন মিউজিয়ামে রাখা হয় ভ্যানগগের স্প্রিং গার্ডেন নামের চিত্রকর্মটিকে। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এই মিউজিয়াম থেকে চোররা চিত্রকর্মটিকে চুরি করে নিয়ে যায়। করোনা রুখতে লকডাউনে থাকায় আরো বেশি সুযোগ পায় চোররা। 

ভ্যানগগের এই চিত্রকর্মটি সাধরাণত জনগণের সামনে আনা হয় না। নিলামে এটির মূল্য উঠেছিল ছয় লাখ মার্কিন ডলার। মিউজিয়ামটির ডিরেক্টর জান রুডলফ ডি লরম বলেন, শিল্পকর্মটি দেখার জন্য এবং উপভোগ করার জন্য এখানে রাখা হয়েছিল; বিশেষত করোনার এই কঠিন সময়ে। কিন্তু এটি চুরি হয়ে যাওয়ায় আমি মর্মাহত। স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটে চোরের দল ভবনের কাঁচের সামনের দরজা খুলে ভেতরে ঢুকে। পরে চুরি করে নিয়ে যায় শিল্পকর্মটি।
Blogger দ্বারা পরিচালিত.