সারা বিশ্বে মাত্র ৩% মানুষের হাতে এই বিশেষ “চিহ্নটি” আছে
Odd বাংলা ডেস্ক: কথিত আছে যে, গ্রেট আলেকজান্ডারের দু-হাতের তালুতেই নাকি বিশেষ এই চিহ্নটি ছিল । না না শুধু একটা নয়, একাধিক ছিল। আলেকজান্ডার যখন রাজত্ব করেছেন, সেই সময়ে তিনিই যে ‘গ্রেট’ ছিলেন, তার সাক্ষ্য প্রমাণ আমরা সবাই ইতিহাসের পাতায় পেয়েছি।
আর এই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু-হাতেও আপনি এই বিশেষ চিহ্নটি দেখতে পাবেন। দাবি করা হয়েছে যে , আব্রাহম লিংকনের দু-হাতেও নাকি এই চিহ্নটি ছিল।
জানেন কি এই বিশেষ চিহ্নটি ঠিক কি?
বিশেষ এই চিহ্নটি হল, ইংরেজি বর্ণমালার ‘X’। আপনার হাতে কি বিশেষ চিহ্নটি রয়েছে? দেখে নিন তো একবার!
রাশিয়ার STI ইউনিভার্সিটি সম্প্রতি এক গবেষণা রিপোর্ট থেকে জানা গেছে, গোটা বিশ্বে মাত্র ২০ লক্ষ মানুষের হাতেই এই বিশেষ ‘X’ চিহ্নটি পাওয়া গেছে। প্রাচীন মিশরীয় ও গ্রিক জ্যোতিষশাস্ত্রেও এই X চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে।
STI-এর গবেষণার পেপারে উল্লেখ করা হয়েছে যে, সবাইকে গ্রেট লিডার হিসেবে বোঝা না ঠিকই কিন্তু, যাদের দু-হাতে এই এক্স চিহ্নটি রয়েছে, ব্যক্তি হিসেবে তারা চিত্তাকর্ষক হন এবং তারা জনমোহিনী ক্ষমতার অধিকারীও হন। তাঁদের মত চরিত্র আর কারও হয়না। যদি তাঁরা নির্দিষ্ট গন্তব্যে বা লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে তাদের আগে থেকে কোনও প্রস্তুতির প্রয়োজন পড়ে না। যে কোনও মুশকিলের চটজলদি সমধান এদের কাছে থাকে।
লেটার X-এর ভবিষ্যদ্বাণীপূর্ণ আরও কিছু গুণ আছে, আসুন সেগুলো জেনে নেওয়া যাক :-
১. এরা অত্যন্ত কাজের মানুষ হন।
২. এনারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন।
৩. এদের মধ্যে সর্বোত্তম নেতা হওয়ার একটা ক্ষমতা থাকে।
৪. মৃত্যুর পরেও লোকমুখে এদের নাম ঘোরাফেরা করে।
আর যাদের এক হাতে এই চিহ্নটি এক্স রয়েছে, তারাও কিন্তু শারীরিক ভাবে বেশ শক্তপোক্ত হন। এরা যদি একজন ভালো নেতা নাও হতে পারেন, এরা কিন্তু নিজের শরীর নিয়ে যথেষ্ট সুখী। এদের তেমন কোনও রোগ-ব্যাধি হয় না।
Post a Comment