ঠিক কত ডিগ্রি তাপমাত্রায় মরে যেতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস, কী বলছেন বিশেষজ্ঞরা


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসএর ওপর গবেষণা করতে করতে একটি আশার আলো খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা গিয়েছে তীব্র গরমেই বিনাশ হতে পারে করোনাভাইরাসের। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলেই মরে যাবে এই প্রাণঘাতী ভাইরাস। 

মুম্বইয়ের কেইএম হাসপাতালে লাং সার্জন ডা. সুনীল কারখানিস-এর কথায়, এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তাতে করোনাভাইরাস তাপ-প্রতিরোধক নয় বলেই মনে করা হচ্ছে। তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রিতে পৌঁছলেই এই নির্দিষ্ট গোত্রের ভাইরাসটি মরে যায়। সেক্ষেত্রে ভারতের বেশিরভাগ জায়গায় গরমকালে তাপমাত্রার পারদ যেখানে ৩০ থেকে ৩৫ ডিগ্রি কিংবা তার চেয়ে বেশি পৌঁছোয়, সেখানে এই ভাইরাসের বেঁচে থাকার কথা নয়।

পাশাপাশি, নোভেল করোনার দাপট ঠেকাতে গরম জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া গায়ে বেশি করে রোদ লাগাতেও বলা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অন্তত তিন মিটার দূরত্ব বজায় রাখতেই হবে বলে জানিয়েছেন তিনি। শুধু এন৯৫ নয়, যে কোনও মাস্কই করোনাভাইরাসকে দূরে রাখতে সাহায্য করে বলে মনে করছেন চিকিৎসক। 
Blogger দ্বারা পরিচালিত.