‘আমরা করোনা ভাইরাস তৈরি করিনি’, বলছে চিন


এএনএম নিউজ ডেস্ক: আমরা করোনা ভাইরাস তৈরি করিনি । আর এটিকে আন্তর্জাতিকভাবে ছড়িয়েও দেইনি। এমনটি দাবি করেছে ভারতীয় চিনা দূতাবাসের মুখপাত্র জি রং। বুধবার জি রং এমন দাবি করেন। এসময় জি রং বলেন, বিশ্বের দেশগুলোর উচিত চীন যেভাবে করোনা ভাইরাস ঠেকিয়েছে সেটিতে মনযোগ দেয়া। প্রসঙ্গত, গত ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। ভাইরাসটি এখন প্রায় পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে। চীনের দাবি যুক্তরাষ্ট্রের সেনাদের থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। এদিকে অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন, চীনই এই ভাইরাস বানিয়ে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনাকে চীনের ভাইরাস হিসেবে আখ্যায়িত করে থাকেন।
Blogger দ্বারা পরিচালিত.