অনন্য উদ্যোগ, ২২ জেলায় ২২টি হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসায় সকলে পঞ্চমুখ। তাঁর উদ্যোগে করোনা মোকাবিলায় যে ভুমিকা গ্রহণ করা হয়েছে, তা অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই এগিয়ে। প্রসঙ্গত, এর আগে কলকাতা মেডিকেল কলেজকে কেবলমাত্র করোনাভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।
আর এবার আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, রাজ্যের ২২টি জেলায় ২২টি 'ডেডিকেটেড' নভেল করোনা হাসপাতাল গড়ে তোলা হবে। এদিন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, এই বিষয়ে সব জেলার কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন হাসপাতালে তা করা যেতে পারে সেই তথ্যও জানাতে বলা হয়েছে।
Post a Comment