বন্দি দশাতেই পাল্লা দিয়ে বাড়বে গরমের দাপট, জানাল হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে সারা রাজ্যেও গৃহবন্দি। আর এরই মধ্যে চৈত্র মাসের মাঝামাঝি সময়ে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি হল দিনের তাপমাত্রা। এ দিন সকাল থেকে আকাশ ঝলমলে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের দাপট। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, এ দিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। প্রসঙ্গত, এদিন দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে সারা দেশে আসন্ন দাবদাহের কথা।  

আবহাওয়া সূত্রে খবর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার মতো রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এমনিতেই তাপপ্রবাহপ্রবণ এলাকা বলেই পরিচিত। আর এবার এই জেলাগুলিতে তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা দেশের মধ্যে তাপপ্রবাহ বাড়তে পারে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন জায়গায়।
Blogger দ্বারা পরিচালিত.