স্বপ্নে কি আপনি অগাধ জলরাশি দেখেন, তাহলে তা কীসের ইঙ্গিত


Odd বাংলা ডেস্ক: স্বপ্নে আপনারা অনেককিছুই দেখেন। কিন্তু কখনও কি এমন দেখেছেন যে, চোখের সামনে অগাধ জলরাশি। এর নেপথ্যেও রয়েছে একাধিক কারণ। জেনে নিন- 

১) স্বপ্নে কি আপনি মুশলধারে বৃষ্টি হতে দেখেছেন, তাহলে কিন্তু বুঝতে হবে আপনি বিষাদগ্রস্ত। 

২) স্বপ্নে কি বড় আকারের পুকুর দেখেছেন? এটি কিন্তু আপনার আবেগ ও অনুভূতির প্রতীক হিসাবে ব্যক্ত করে। পুকুর জলশূন্য হলে আপনার মনের অনুভবের অভাবকে ব্যক্ত করে। 

৩) স্বপ্নে কি কখনও সমুদ্র দেখেছেন? স্বপ্নে সুমুদ্র দেখা মানে তা কিন্তু শান্তির প্রতীক। যিনি সমুদ্রের স্বপ্ন দেখেন তাঁর মানসিক গভীরতার কথাও ব্যক্ত হয় এর মাধ্যমে। ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্র কিন্তু মানসিক অস্থিরতার প্রতীক। তবে স্বপ্নে যদি ঢেউ দেখেন, তাহলে ধরে নিতে হবে, আপনি যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন।

৪) স্বপ্নে যদি নদী দেখেন তাহলে তা আপনার কোনও দীর্ঘ যাত্রার ইচ্ছেকে ব্যক্ত করে। তবে নদীর জল যদি ঘোলাটে দেখেন, তাহলে তা মানসিক অশান্তির লক্ষণ। আর নদীর জল যদি স্বচ্ছ দেখেন তাহলে তা মানসিক শান্তির প্রতীক।

৫) স্বপ্নে যদি শাওয়ার চলতে দেখেন বা এক বাথটব ভর্তি জল দেখেন তাহলে আত্নসংশোধনের ইঙ্গিত দেয়।
Blogger দ্বারা পরিচালিত.