কবে বিদায় নেবে করোনাভাইরাস, কী বলছে জ্যোতিষশাস্ত্র, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: নোভেল করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে থাবা বসাচ্ছে, তাতে সারা বিশ্ব জুড়ে সৃষ্টি হয়েছে একটা আতঙ্কের পরিবেশ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভারত সরকার এবং প্রতিটি রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু কবে থামবে এই মহামারি এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে। বিশেষত তখনই যখন ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তখনই এই প্রশ্নটাও খুব স্বাভাবিক যে, কবে এই মহামারির আতঙ্ক থেকে নিস্তার মিলবে। 

তবে জ্যোতিষশাস্ত্রবিদ ডঃ আচার্য বিনোদ কুমার জানিয়েছেন, ঠিক কতদিনে এই মহাসংকটের থেকে মিলবে নিস্তার। তাঁর কথা অনুসারে ২০২০ সালে ভারতকে শাসন করছে যে গ্রহ, সেই বৃহস্পতি আগামী ৩০ জুন থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং ২০ নভেম্বর অবধি সেখানেই অবস্থান করবে। আর এই সময়ের মধ্যেই অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে করোনা ভাইরাস। তিনি আরও বলেন যে, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসেব। 



Thank you @viralbhayani #Repost @viralbhayani (@get_repost) ・・・ Corona Virus Fever has gripped the world over with the fear escalating in India too . We asked leading astrologer @acharyavinodkumar for reasons and how soon the situation will come under control& will there be a break through eventually . Dear readers . The world is undergoing a crisis and India is also severely affected . However for us the crisis will be over soon & I will explain why . Jupiter the ruling planet for India in 2020 is entering Capricorn from 30th June and staying there till 20th November . This is a period which will see a break through and some level of control but till then Corona would have taken a turn for worse worldwide . A complete control over the pandemic will only be achieved between September & November . There are several reasons for the outbreak but most important of all is the collective karmic cycle that has finally caught up with the humanity . A return to “Satvik “ lifestyle is advised & over consumption to be avoided or else Mother Nature knows how to settle the scores . In case possible turn vegetarian or cut down the consumption of meats & fish . Whichever religion you follow spend more time praying for relief and peace and be kinder than before . It may sound silly to many but this is the only way out . Go back to the roots and holistic lifestyle . Also I would advise our readers to avoid travelling to cold countries for a while as the disease persists in cold weather and because we are a warm country our situation will improve as soon as summer is here. . . . #covid2019 #CoronaVirus #astrofeature#acharyavinodkumar
A post shared by Dr Acharya Vinod Kumar (@acharyavinodkumar) on


আচার্য বিনোদ কুমার আরও জানিয়েছেন, মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাপনই এই রোগ বিস্তারের অন্যতম কারণ। তাই তিনি আরও পরামর্শ দিয়েছেন, যে মানুষে যে ধর্মেরই হোন না কেন, তারা প্রতিদিন স্বস্তি এবং শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। পাশাপাশি তিনি পাঠকদের এ পরামর্শও দেন যে এই সময়ে শীতল আবহাওয়ার দেশ এড়িয়ে চলতে। কারণ শীতল আবহাওয়ায় এই রোগ বেশি বিস্তার লাভ করে। তবে অন্য দেশ তো দূরের কথা, এই সময়ে কার্যত বাড়ির চার দেওয়ালের বাইরে বেরোতে নিষেধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই সুরক্ষিত থাকতে হোম কোয়ারেন্টাইনেই থাকুন। 
Blogger দ্বারা পরিচালিত.