পরের মাসে কবে বেতন পাবেন? তারিখ কি পিছোবে?



Odd বাংলা ডেস্ক: শ্রমমন্ত্রক সরকারি-বেসরকারি সব সংস্থাকেই পরামর্শ দিয়েছে এই অবস্থায় যেন অস্থায়ী কর্মীদের সহ কারও কোনও ভাবেই ছাটাই অথবা বেতন কাটা না হয়। শ্রমসচিব হীরালাল সামারিয়া সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় সমাজের সকলকে একযোগে কাজ করতে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই পরিস্থিতিতে কর্মীদের ছাটায় অথবা বিনা বেতনে ছুটিতে যেতে বলা হতে পারে। 

ফলে তিনি সকল সরকারি ও বেসরকারি সংস্থার কাছে আর্জি জানিয়েছেন, এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কোনভাবেই কাউকে ছাঁটাই না করে অথবা বেতন না কেটে‌‌ তারাও যেন গোটা প্রক্রিয়ায় সমন্বয় করে। ইতিমধ্যে দেশজুড়ে ৮০ টি জেলা লকডাউন করা হয়েছে। যার জেরে বহু কোম্পানির উৎপাদন থেমে গিয়েছে। বন্ধ করা হয়েছে মল, সিনেমা ,থিয়েটার হল ,দোকান, রেস্তোরাঁ,। ফলে এখন দেশের লক্ষ লক্ষ মানুষ চাকরি খোয়ানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এমনকি বেশ কিছু কোম্পানি তাদের কর্মীদের বিনা বেতনে ছুটিতে যেতে বলেছে।
Blogger দ্বারা পরিচালিত.