মৃতদেহকে টেবিলে বসিয়ে খেতে দেওয়া হয় এখানে, অদ্ভুত নিয়মে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা
Odd বাংলা ডেস্ক: ঘানার অধিবাসীরা এমন সব কফিন তৈরি করেন যাতে সেই মৃত ব্যক্তির জীবনযাত্রা, তার স্বপ্ন, আবেগ ও সামাজিক মর্যাদা ফুটে ওঠে। এই খবর আগেই আন্তর্জাতিক বাজারে এসেছিল।
কফিন কেনার পাশাপাশি মৃতের জন্য নতুন পোশাক সেইসঙ্গে শেষকৃত্যের খাবার/পানীয়ের আয়োজন করতে গিয়ে অনেক খরচ পড়ে যায়। সাধারণত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলে। বৃহস্পতিবার কফিন সংগ্রহ করা হয়, শুক্রবার লাশ মর্গ থেকে আনা হয়, শনিবার হয় শেষকৃত্য, রোববার গীর্জায় প্রার্থণা হয় এবং সোমবার পুরো আয়োজনে কতো খরচ হল, কতোটা দান করা হল সেগুলোর হিসেব করা হয়।
কিন্তু ঘানার রাজধানী আক্রার বুকেই দেখা যায় কেউ মারা গেলে তাঁকে মাঝখানে বসিয়ে খাবার টেবিলে খাবারও দেওয়া হয়। এবং সবাই তাকে ঘিরে নাচ-গান করে। অদ্ভুত লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যিই।
Post a Comment