শ্রাদ্ধ বাড়ির অন্ন খেলে কি হয় জানেন ?


Odd বাংলা ডেস্ক: হিন্দু ধর্মে কারোর মৃত্যু হলে তার সন্তান সন্ততিরা অসৌজ পালন করার পর আত্মার শান্তি কামনা করার জন্য শ্রাদ্ধ শান্তি করে। তারপর আত্মীয় স্বজনদের নিমন্ত্রন করে খাওয়ায়। কিন্তু হিন্দু পুরাণ মতে শ্রাদ্ধানুষ্ঠানের খাবার খাওয়া পাপ। এই খাবার আমাদের মনের ভক্তিভাবকে নষ্ট করে দেয়। এই খাবার খেলে আমাদের মতিভ্রম হয়ে আমরা অনেক পাপ কাজও করতে পারি।



এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আছে। একবার এক সন্ন্যাসী তার নিজের কোন কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মনের বাড়ি। সেই ব্রহ্মন তাকে আপ্যায়ন করলেন। আর সন্ন্যাসী নিজে অন্ন রান্না করে খেলেন।



তারপর ব্রহ্মন সন্ন্যাসীকে তার কুলদেবতাকে দেখান যাকে তিনি অনেক গয়না দিয়ে সাজিয়ে রাখতেন। সেই সন্ন্যাসী সেই রাতের মধ্যেই সব গয়না নিয়ে পালায়। পরদিন ব্রাহ্মন উঠে তাকে না দেখতে পাওয়ায় ভাবলেন যে তিনি নিজের ইচ্ছাতেই চলে গেছেন।



স্নান সেরে পূজো করতে গিয়ে ব্রাহ্মন দেখেন তার দেবতার একটাও গয়না সেখানে নেই। তখন তার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে ঐ সন্ন্যাসী সব গয়না চুরি করেছে। ব্রাহ্মন সঙ্গে লোক পাঠান তাকে ধরে আনার জন্য।



সেই সময় সন্ন্যাসী কিছুটা দূরে গিয়ে একটি গাছের তলায় বসে ভাবছিলেন যে তিনি জীবনে অনেক পুন্য অর্জন করেছেন, কখনো কোন খারাপ কাজ করেননি, তাও তিনি কেন চুরি করলেন ? তাহলে তিনি আগের দিন রাতে ব্রাহ্মনের বাড়িতে যে অন্ন গ্রহন করেছিলেন তাতে কি কোন খারাপ সংসর্গ আছে ?



এই ভেবে সে অগ্রসর হয় ব্রাহ্মনের বাড়ির দিকে। আর ব্রাহ্মনের পাঠানো লোকও আসে। তাকে দেখতে পেয়ে মারতে আসে। তখন সন্ন্যাসী অনেক অনুরোধ করে তাদের আটকায়। আর সকলের সামনে জানতে চায় ব্রাহ্মনের কাছে সে আগের দিন রাতে যে অন্ন গ্রহন করেছিন তা কোথা থেকে এসেছিল ?



ব্রাহ্মন বলেন সেটি যযমানের বাড়িতে পাওয়া জিনিস। তিনি একজন্র শ্রাদ্ধ করেছিলেন সেখান থেকেই পাওয়া। তারপর সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন যার শ্রাদ্ধ করেছিলেন সে কেমন মানুষ ছিল ? তখন স্থানীয় সব লোক বলে সে এক ভয়ঙ্কর চোর ছিল।



তখন সন্ন্যাসী বুঝলেন তাহলে চোরের শ্রাদ্ধের অন্ন খেয়েই তার চুরি করার দূর্মতি হয়েছে। এই কথা তিনি সকলকে বলে সব জিনিস ফেরত দিয়ে যান, আর বলেন তিনি একবেলার অন্ন খেয়ে যা পাপ করে ফেলেছেন তার জন্য তাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হবে।
Blogger দ্বারা পরিচালিত.