রাত পোহালেই 'জনতা কারফিউ', আদৌ কি চলবে ট্রেন? সঠিকটা জানুন


Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলা করতে ডাকা হয়েছে জনতা কারফিউ। আজ মধ্যরাত থেকে কাল রাত ১০ পর্যন্ত চলবে না ট্রেন, সিদ্ধান্ত রেলের। আগামীকাল করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা জনতা কারফিউ সফল করতেই এই সিদ্ধান্ত। প্যাসেঞ্জের থেকে এক্সপ্রেস সব মিলিয়ে দেশ জুড়ে প্রায় ২৫০টি ট্রেন বাতিল, বাতিল বেশ কিছু লোকাল ট্রেনও। রবিবার ‘জনতা কার্ফু’-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ঘোষণার মান্যতা দিয়ে ভারতীয় রেলও কার্যত কার্ফু জারি করল। শুক্রবারই ভারতীয় রেল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত নিয়ন্ত্রন করা হবে লোকাল ট্রেন। 

পাশাপাশি একই সময়ে ২৪০০ প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। তবে যে সমস্ত ট্রেনগুলি এই সময়ের আগেই যাত্রা শুরু করে ফেলবে সেই ট্রেনগুলি সময়সারণী অনুযায়ী গন্তব্যে পৌঁছাবে। তবে রেল ওই বিজ্ঞপ্তিতে এটাও জানিয়েছে, যদি কোনও প্যাসেঞ্জার ট্রেন গন্তব্যের আগেই ফাঁকা হয়ে যায়, তবে সেই ট্রেনগুলি গন্তব্যের আগেই যাত্রা শেষ করবে। অপরদিকে ২২ মার্চ রবিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত সমস্ত মেল-এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। রেল জানিয়েছে প্রায় ১৩০০ ট্রেন বাতিল করা হল। তবে যাত্রাপথে থাকা ট্রেনগুলি যথারীতি চলবে সময়সারণী মেনে। বাতিল ট্রেনের টিকিটের টাকা ফেরত দিয়ে দেবে রেল কর্তপক্ষ। তবে প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নেমে রেলের জোনাল দফতরগুলি। যাত্রীদের সুযোগ সুবিধা বিচার করেই জোনাল দফতর ট্রেন চালাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় দেশের মানুষকে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ঘরবন্দি থাকার পরামর্স দিয়েছিলেন। যাকে তিনি ‘জনতা কার্ফু’-র নাম দিয়েছিলেন। এবার রেলের তরফ থেকেও কার্যত কার্ফুর ব্যবস্থা করা হল বলেই মনে করছেন বিষেষজ্ঞ মহল।
Blogger দ্বারা পরিচালিত.