করোনার কারণে কাজ বন্ধ NASA-তে, ওয়ার্ক ফ্রম হোম পলিসি বিজ্ঞানীদের জন্য
Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বাড়িতে বসেই বসেই অফিস করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বলা হচ্ছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সবাই বাড়িতে বসেই অফিস করবেন। রবিবার এই তথ্য জানিয়েছে অ্যামেস গবেষণা কেন্দ্র।
সংস্থাটি জানিয়েছে, এক কর্মকর্তার শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, অ্যামেস রিসার্চ সেন্টার সাময়িকভাবে বাধ্যতামূলক টেলিওয়ার্ক অবস্থানে যাওয়া সিদ্ধান্ত নিয়েছে। মানে হচ্ছে, তারা বাসায় বসে অফিস করবেন। তবে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাড়িতে বসেই অফিস করবেন সংস্থাটির কর্মকর্তারা-কর্মচারীরা।
বিবৃতি অনুসারে, যেসব কর্মচারীর বাড়ি থেকে কাজ করার সরঞ্জামাদি নেই বা অন্যান্য সুযোগ-সুবিধা নেই; তাদেরকে এই সংক্রান্ত আরো নির্দেশিকা প্রদান করা হবে। জীবন, সম্পত্তি ও গুরুতর মিশনের কাজে শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদেরই এই অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
Post a Comment