বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাঙ্ক, আপনার টাকা সুরক্ষিত তো?


Odd বাংলা ডেস্ক: ইয়েস ব্যাঙ্ককে ভরাডুবি থেকে বাঁচাতে ৫০০০ কোটি টাকা বা তার বেশি ঋণ মকুব করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের হাতে নগদ টাকার অভাব দূর করতে ১৭ নম্বর ধারায় এই পদক্ষেপ করতে পারে তারা। এছাড়া ইয়েস ব্যাঙ্কের কাছ থেকে বর্তমান সুদের হারের কম সুদ নেওয়া যেতে পারে। আরবিআই হিসেব কষে বোঝার চেষ্টা করছে, ইয়েস ব্যাঙ্কের এই মুহূর্তে ঠিক কত নগদ টাকার প্রয়োজন।

বিধ্বস্ত Yes Bank-কে বাঁচাতে আসরে নেমে পড়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শনিবার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার জানালেন, ইয়েস ব্যাঙ্ককে পুনরুজ্জীবনের জন্য ড্রাফট স্কিম পেয়েছে স্টেট ব্যাঙ্ক৷ স্কিম খতিয়ে দেখছে কর্তৃপক্ষ৷ তবে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা সুরক্ষিত রয়েছে বলেও আশ্বাস দিলেন এসবিআই চেয়ারম্যান৷ এসবিআই চেয়ারম্যানের কথায়, 'ইয়েস ব্যাঙ্ককে বাঁচানোর জন্য আমরা ড্রাফ্ট স্কিম পেয়েছি৷ আমাদের বিশেষজ্ঞদল খতিয়ে দেখছে ওই স্কিম৷ গ্রাহকদের স্বার্থের সঙ্গে কোনও রকম আপোষ করা হবে না৷'
Blogger দ্বারা পরিচালিত.