করোনা ধুতে শ্রমিকদের গায়ে স্প্রে করা হল ব্লিচ! তীব্র সমালোচনার মুখে যোগী সরকার
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। এরই মধ্যে ভিন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরেছেন বিশাল সংখ্যক পরিযায়ী শ্রমিক। তবে তাঁদের অনেকেই ফিরেছেন পায়ে হেঁটে, কেউ আবার হেঁটে পৌঁছতে পারেননি, পথেই প্রাণ হারিয়েছেন। একইভাবে ভিন রাজ্য থেকে অভিবাসী শ্রমিকরা ফিরে এসেছিলেন উত্তরপ্রদেশের বরেলিতে। কিন্তু, বরেলিতে প্রবেশ করার পরই শ্রমিকদের শরীরে স্প্রে করা হয় ব্লিচ। করোনা রুখতে এইভাবে শ্রমিকদের শরীরে রাসায়নিক স্প্রে করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে।
এই ঘটনার পর কার্যত নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে, যে সরকারি আধিকারিকরা ওই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন। সূত্রের খবর, আপাতত দুজন সরকারি কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তার পরেই উত্তরপ্রদেশের যোগী সরকারের নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। পাশাপাশি এই ঘটনাকে 'অমানবিক' আখ্যা দিয়েছেন অনেকে।
সূত্রের খবর, হরিয়ানা ও নয়ডা থেকে এক দল শ্রমিককে নিয়ে আসার পর চেক পয়েন্টে পৌঁছনোর পরে তাঁদের আর বাড়ি যেতে দেওয়া হয়নি। রাস্তার এক পাশে বসিয়ে শিশু থেকে বয়স্ক সবাইকে বসিয়ে হোস পাইপে করে রাসায়নিক স্প্রে করে স্নান করানো হয়। কেন এমন করা হয়েছে তা জানতে চাইলে কর্তব্যরত শ্রমিকরা বলেন তাদের শরীর থেকে ভাইরাস ধোয়ার জন্যই এই স্প্রে করা হয়েছে।
Post a Comment