সঙ্গীর ত্যাগ করা বায়ুর গন্ধে বাড়তে পারে আপনার আয়ু
Odd বাংলা ডেস্ক: আজ আপনাদের এমন এক বিষয়ে জানাতে চলেছি যেটি মানুষের এক স্বাভাবিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া। অথচ এই বিষয়ে কথা বলতে মানুষ লজ্জা পায়, নাক সিটকোয়। হয়তো ভাবছেন যে কিসের কথা বলছি… আসল বিষয়টি হল পাদ। পাদ কিন্তু সবাই দেয় কিন্তু পাদের ব্যাপারে কথা বলতে কেউ চায় না। এই ব্যাপারে কথা বললে লোকে মুখ চেপে হাসে।
তাই বলে কি মানুষ পাদ দেয়না ? সকলেই দেয়। কেউ জোড়ে দেয়, কেউ আসতে দেয়। ছেলে মেয়ে নির্বিশেষে দেয়। পাদ হল মানুষের শরীরের একটি স্বাভাবিক ব্যাপার। তাতে কোন লজ্জা নেই, কিন্তু লজ্জা হল সবার সামনে আওয়াজ করে পাদ দেওয়া। সবার সামনে স্বশব্দে গন্ধযুক্ত পাদ দিলে তখন পড়তে হবে লজ্জার মুখে। তখন আপনি হতে পারেন হাসির পাত্র।
তবে সাম্প্রতিক এক গবেষণা অন্য কথা বলছে।
তারা বলছেন পাদ যতই লজ্জাজনক হোক না কেন, এটি খুব স্বাস্থ্যকর। তারা আরও এক কথা বলেন, যা শুনলে আপনি চমকে যাবেন। তারা বলেন যে আপনার সঙ্গীর পাদ আপনার জন্য খুব স্বাস্থ্যকর। এমনকি এটা আপনার আয়ু বাড়াতে পারে।
পেট ফেঁপে পেটের মধ্যে যে গ্যাস উৎপন্ন হয় তাতে থাকে হাইড্রোজেন সালফাইড। যা পেটের মধ্যে উৎপন্ন হয়ে বাজে গন্ধের সৃষ্টি করে। এই গন্ধের উপকারিতা হল এটি আপনাকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, স্মৃতি হারানো ইত্যাদি রোগ থেকে রক্ষা করে।
আমরা যখন সুস্থ থাকি, অর্থাৎ যখন আমাদের শরীর ঠিকমত কাজ করে তখন আমাদের শরীরের কোষগুলি নিজের জন্য হাইড্রোজেন সালফাইড তৈরী করে যা কোষের মাইট্রোকন্ড্রিয়া অর্থাৎ কোষের কার্যক্ষমতা বজায় রাখে।
এই গ্যাস ছাড়া আমাদের দেহের সব কোষ মারা যেতে পারে। অক্ষম হয়ে যেতে পারে। গবেষণা বলে এই হাইড্রোজেন সালফাইড আপনার শরীরের সমস্ত রোগ ব্যাধি দূরে রাখবে, আপনার শরীর সুস্থ থাকবে।
বর্তমানে বিজ্ঞানীরা কৃত্রিম ভাবে এক যৌগ বানিয়েছেন যা থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। যা আপনার এবং আপনার সঙ্গীর জন্য যে কতটা উপকারী তা আপনি ভাবতেও পারবেন না।
মলত্যাগ করার সময়ও এই গ্যাস শরীর থেকে নির্গত হয়। তাই আপনার সঙ্গী যদি আপনার বায়ু ত্যাগ নিয়ে কোন আপত্তি বা অভিযোগ করে তাহলে তাকে বুঝিয়ে বলুন এই গ্যাস তার জন্য ঠিক কতটা উপকারী।
Post a Comment