অমানবিক! লকডাউন পিরিয়ডে জোমাটো ডেলিভারি বয়কে নির্মম প্রহার পুলিশের
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ যাতে দ্রুত না ছড়ায় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিনের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এর মধ্যে জরুরি পরিষেবাগুলি চালু হলে ও মানুষের নিত্যপ্রয়োজনীয় পরিষেবাগুলি যথেষ্ট বাধাপ্রাপ্ত হয়েছিল। এর ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল।
And these are some pictures of brutality across cities like Mumbai and Delhi today. Delivery folks who were trying to deliver food and medicines.. clearly they don’t understand on ground what are essential services.. @narendramodi @CMOMaharashtra pic.twitter.com/uYmLr9oXjb— Samidha Sharma (@samidhas) March 24, 2020
কিন্তু লকডাউন পিরিয়ডে মানুষ যখন ঘরে বন্দি তখন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের পরিষেবা চালু ছিল। আর সেই পরিষেবা প্রদানকারী এক ডেলিভারি বয় এবার পড়ল পুলিশের কোপে। লকআউটের সময় খাবার ডেলিভিরি বয়কে নির্মমভাবে প্রহার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরে। বহু ডেলিভারি বয় মানুষের বাড়িতে খাবার পরিবহনের কাজ করছিলেন। অভিযোগ কোনও কথা না শুনেই পুলিশ তাদের নির্মমভাবে প্রহার করেছেন। যার ফলে প্রশাসনের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
Post a Comment