করোনার থাবা বসাল রাষ্ট্রপতি ভবনে! সেল্ফ আইসোলেশনে ১২৫টি পরিবার
Odd বাংলা ডেস্ক: করোনার থাবা এবার রাষ্ট্রপতিভবনে। রাষ্ট্রপতিভবনে এক ব্যক্তির স্ত্রীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আর এর ফলে সতর্কতামুল পদক্ষেপ হিসাবে রাষ্ট্রপতি ভবনে থাকা প্রায় ১২৫ টি পরিবারকে সেল্ফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, করোনা আক্রান্ত ব্যক্তি আসলে রাষ্ট্রপতি ভবনে কর্মরত। এই খবর প্রকাশ্যে আসতেই, ওই কর্মী এবং তাঁর সংস্পর্শে আসা রাষ্ট্রপতি ভবনে কর্মরত ১২৫টি পরিবারের সদস্যদের সেল্ফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আন্ডার সেক্রেটারি স্তরের আইএএস আধিকারিকের দফতরে কর্মরত এক ব্যক্তির স্ত্রীর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। সদ্য করোনায় আক্রান্ত হয়ে ওই মহিলার মাও প্রাণ হারিয়েছেন। তাঁর শেষকৃত্যে গিয়েছিলেন তিনি। এরপর রাষ্ট্রপতি ভবনে স্বামীর কাছে ফিরে আসেন ওই মহিলা। এরপর তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার রিপোর্টে করোনা পজিটিভ আসে ওই মহিলার।
খবর ছড়িয়ে পড়তেই রাষ্ট্রপতি ভবনে আতঙ্ক ছড়ায়। এরপর ওই মহিলাকে তড়িঘড়ি বিড়লা মন্দির হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Post a Comment