করোনায় কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল


Odd বাংলা ডেস্ক: মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছে ১০ হাজার ৪৯০ জন। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪১৪ জন। তার মধ্যে ১ লাখ ৩০ হাজার ৬৭৯ জন আক্রান্ত নিউইয়র্ক রাজ্যে। সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৫৮ জন। স্পেনে সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৭৩ জন। মারা গেছে ৬৩৭ জন। যা টানা চতুর্থ দিনের মতো কম। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ১৬৯। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৩২ জন। ইতালিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ১৬ হাজার। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৪৭। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। লাখের ঘরে প্রবেশের অপেক্ষায় আছে ফ্রান্স (৯৮ হাজার ১০ জন)। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে (১৩ লাখ ২৯ হাজার ৩০৫)। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৮৩১ জনে। সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৭৭ হাজার ৩২৭ জন।
Blogger দ্বারা পরিচালিত.