১০ হাজার কবর খুঁড়ছে তেহরান
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কায় ১০ হাজার কবর খুঁড়ে প্রস্তুত রাখছে তেহরান মিউনসিপ্যালিটি। রোববার নগর কর্মকর্তা মোজতাবা ইয়াজদানি ইরানি বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
মোজতাবা জানান, চিকিৎসা কেন্দ্রগুলোতে মৃতদেহ গোসল করানোর ব্যবস্থাও করা হয়েছে। এর আগে কবরস্থানেই মৃতদেহের গোসল করানো করানো হতো।
সিটি কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, করোনায় মৃতদের জন্য কবর দুই মিটার গভীর করা হচ্ছে। তবে এসব কবরস্থানে চুনের পানি দেওয়া হচ্ছে না। অবশ্য ইরানের কিছু শহরে মৃতদেহ থেকে যাতে কোনো সংক্রমণ না ছড়ায় সেজন্য চুনের পানি দেওয়া হয়।
ইরানে এ পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছে ৪ হাজার ৪৭৪ জন। তবে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রেডিও ফার্দা জানিয়েছে, এ পর্যন্ত এক লাখ ৪২ হাজার করোনা আক্রান্তকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর করোনার লক্ষণ নিয়ে মারা গেছে অন্তত ৯ হাজার ১০০ জন।
Post a Comment