জম্মু ও কাশ্মীরে কোয়ারেন্টাইনে মৃত ১০০ বছরের বৃদ্ধ, করোনা টেস্ট এল নেগেটিভ!


Odd বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার একটি কোয়ারেন্টাইন সেন্টারে ১০০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু এক্ষেত্রে সবথেকে অবাককরা বিষয় হল এই যে, ওই বৃদ্ধের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। 

দিন কয়েক আগে ওই বৃদ্ধ এবং তাঁর ভাইকে সতর্কততামুলক ব্যবস্থা হিসাবে কোয়ারেন্টাইন পরিষেবার মধ্যে রাখা হয়। জানা গিয়ছে তাঁরা দুজন মাঘেনি গ্রামে এক করোনা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। আর সেই কারণেই তাঁদের তড়িঘড়ি কোয়ারেন্টাইনে রাখা হয়। 

উধমপুরের জেলা উন্নয়ন কমিশনার পীযুষ সিঙ্গলা জানিয়েছেন, শনিবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই বৃদ্ধ। তবে তাঁর রিপোর্টের আসতে সময় লাগার জন্য প্রোটোকল মেনে বৃদ্দের মরদেহ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে তাঁর করোনার টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। 

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে এখনও পর্যন্ত করোনভাইরাসে দু'জনের মৃত্যুর রেকর্ড করেছে, পাশাপাশি সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ জন। কাশ্মীরে ৬৯জন এবং জম্মুতে ২১ জনে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।  অন্যদিকে তিনজন সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.