মুম্বই বিমানবন্দরে নিয়োজিত ১১ সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেল


Odd বাংলা ডেস্ক: সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার মধ্যে করোনায় আক্রান্ত হলেন মুম্বই বিমানমন্দরে কর্মরত ১১জন সিআরপিএফ জওয়ান। শুক্রবার সিআরপিএফ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, গত কয়েকদিন থেকে ১৪২ জন জওয়ানের করোনার উপসর্গ দেখা দেওয়ায় কোয়ারিনটিনে রাখা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার লালারস পরীক্ষায় চার জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। শুক্রবার আরও বেশ কয়েক জনের লালারস পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে প্রশাসনের। তার মধ্যে সাত জন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। যার ফলে এখনও পর্যন্ত মোট ১১ জন সিআরপিএফ জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আক্রান্ত সব জওয়ানরা মুম্বই বিমানবন্দরে মোতায়েন ছিলেন।

অন্যদিকে, প্রথমে এক জন জওয়ানের লালারসের নমুনা পরীক্ষায় প্রথমে করোনা ধরা পড়লেও পরের রিপোর্ট নেগেটিভ আসে। যার ফলে তৃতীয় বারের জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছে। রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে ওই জওয়ানকে আইসোলেশনে রাখা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.