চাঞ্চল্যকর, করোনায় পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যুু
Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমন খবর দিয়েছেন রাজীব সিনহা। রাজ্যে একলাফে অনেকটা বেড়ে গেল করোনায় মৃতের সংখ্যা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা বললেন, রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩।
মুখ্যসচিব জানান, মোট ১০৫টি মৃত্যুর কেস ডেথ কমিটি অডিট করেন। মৃত ১০৫ জন-ই করোনা পজেটিভ ছিলেন। এরমধ্যে ৩৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে। একইসঙ্গে মুখ্যসচিব বলেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও ৩৭ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। রাজ্যে মোট সক্রিয় আক্রান্ত এখন ৫৭২।
Post a Comment