বিদেশ যাত্রার যোগ নেই, তাও করোনা আক্রান্ত ১৪ মাসের শিশু, রয়েছে ভেন্টিলেটরে!


Odd বাংলা ডেস্ক: নেই কোনো বিদেশ যাত্রার যোগ, তারপরেও সকলকে চমকে দিয়ে করোনা পজিটিভ ১৪ মাসের এক শিশু! গুজরাতের জামনগর জেলায় ওই শিশুর শরীরে করোনার সংক্রমণ খুঁজে পেয়ে একপ্রকার তাজ্জ্বব চিকিৎসকরা। 

রবিবার শিশুটির লালারস পরীক্ষা করার পর যখন তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে তখনই তাকে রাখা হয় ভেন্টিলেটরে। শিশুটির বাবা-মা আদতে উত্তর প্রদেশের বাসিন্দা। গুজরাতে জামনগড়ের উপকণ্ঠে দারেদ-এর কাছে শিল্পাঞ্চলে বসবাস করেন এবং সেখানেই বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ করেন তাঁরা। তাঁদের কথায় লকডাউন চলায় তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকার বাইরে বেরোননি। শিশুটির শরীরে সংক্রমণের পরে গোটা গ্রামে কঠোরভাবে লকডাউন মেনে চলা হচ্ছে। গ্রামের আরও কেউ করোনায় আক্রান্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, গুজরাতের জামনগড়ে এই প্রথম কারওর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেল। স্বাস্থ্য দফতরের তরফে এখন শিশুর শরীরে করোনার সংক্রমণের উৎস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। 
Blogger দ্বারা পরিচালিত.