পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ১০! আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪৪


Odd বাংলা ডেস্ক: এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৪। পাশাপাশি করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০! তবে গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯ জন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে করে নয়া পরিসংখ্যান জানালেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। 

তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় চার হাজার মানুষের করোনা টেস্ট করা হয়েছে। রাজ্য সরকারের তরফে প্রায় ২ লক্ষ ২৩ হাজার মাস্ক বিতরণ করা হয় সেই সঙ্গে সাড়ে তিন লক্ষ্য পিপিই দেওয়া হয়েছে। 

সরকারের তরফে খবর এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় চল্লিশ হাজার মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন। যার মধ্যে সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৯১৫ জন। এখনও পর্যন্ত প্রায় কুড়ি হাজার মানুষ কাঁদের কোয়ারেন্টাইনের মেয়াদ সম্পূর্ণ করেছেন। 
Blogger দ্বারা পরিচালিত.